কবিতা               যন্ত্র মানব – হাফিজুর রহমান
    কবি     খোরশেদ আলম বিজয়

জীবন কাটল ভুলে ভুলে
শতবার সে দিয়ে গেছে
সেই ভুলেরই মাসুলে  ।

প্রথম ভুলে কাচের টুকরোর মত
ভেঙে ছিলো  এক খানা পা
সেখান থেকেই সূত্র হল
যন্ত্র মানবের ছায়া ।

ভাঙা পায়ে সেটাপ হল
বাটি আর রড
দেখতে কিন্তু  সত্যিকার মানব
যন্ত্র মানব পট ।

বছর কয়েক পরে
বৃষ্টি অবিরল ঝড়ে ।
এ সময় খাইতে গেল
হাজী রেস্টুরেন্টের উপরে ।

খাওয়া যখন শেষ করে
ছুটে আসছিল নিচে
হটাৎ করে পা সড়কে
পড়ল দুহাত পিছে

কাঁধেতে বড় ব্যাগ যে ছিল
তাই নিয়ন্ত্রণ করল বা হাতে
শরীরের আঘাত সহ্যকরে
হাতটি ভাঙল ভরের আঘাতে

এখন সেতো আবারও মানব
যন্ত্রের মত চলে
পাপ-পূণ্য সবই আছে
নিদারুন যাচ্ছে ভুলে ।


জীবনের গতি চলছে তাহার
যন্ত্রের মত বহমান
কী করে বলি ? যন্ত্র মানব
মোদের হাফিজুর রহমান ।