বলবো রে ভাই বলবো আজ ,
ধৈয্য ধরুন অল্প ।
মানছে না মন তাহলে শুনুন ,
আমার প্রিয়ার গল্প ॥
রুপে গুনে আমার প্র্রিয়ার
নেইকো কোনই অভাব ।
ডাগর ডাগর চোখ দুটি তার
দেখতে কাজল কালো ।
কালো বলেই চোখ দুটি তার
দেখতে বড়ই ভালো
চুলের কথা বলবো কী আর
বলার জুড়ি নাই ।
এমন সুন্দর চুল দেখে যে
চোখ জুড়ানো দায় ॥
বাঁশির মত নাকটি তাহার
পদ্মাপাতার কান ,
চন্দ্র কিরণ দাঁতের হাসি
কন্ঠে মধুর গান ॥
মোটাও নয় চিকন ও নয় ,
ছিপছিপে তার বডি ।
ঠোঁটের কথা বলবো কী আর ,
মিষ্টি প্রেমের ঘাঁটি ॥