ফেসবুক
খোরশেদ আলম বিজয়

জুকার বার্গের ছয় সালের ,
অবাক আবিষ্কার ।
নামটি তাহার ফেসবুক রে ভাই ,
ঘুম কেড়েছে সবার ।

জীবনের মূল্যবান সময় ,
ফেসবুক নিচ্ছে কেড়ে ।
মানব জাতি হেদায়েতহীন ,
প্রেফাইলে দিচ্ছে ছেড়ে ।

নতুন দম্পতির নষ্ট করেছে ,
জীবনের সব আশা ।
ফেসবুক এখন নষ্ট করছে
ন্যায় বিচার –সত্য ভালোবাসা ।

তরুণ-তরুণী মূল্যবান সময় ,
ফেসবুকে করছে পার ।
ট্যাগ করিয়া ধ্বংস করছে ,
বন্ধুত্বের সমাহার ।

ফেসবুক আজ কেড়ে নিয়েছে ,
মানব জাতির সুখ ।
মিথ্যা সংবাদের আত্মহত্যায় ,
লুকিয়ে ফেলছে মুখ ।

ব্লগারের হত্যা চলেছে ,
ফেসবুকেরই মাধ্যমে ।
কত বাঙালি চালিয়ে যাচ্ছে ,
ফেসবুক এখনও আনমনে ।

ফেসবুকের মাধ্যমে হচ্ছে ,
মিথ্যা সংবাদ প্রচার ।
প্রতারিত হচ্ছে মানব জাতি ,
কেমনে হচ্ছে প্রসার ।

ফেসবুক এখন সবার কাছে ,
নীল গগনের শশী ।
ফেসবুক তুমি উপকার নয় ,
অপকার করছো বেশি ।

মা-বাবার চিন্তা এখন,
ফেসবুকে নিয়ে ।
তরুণ-তরুণির ভালবাসা ,
চলছে ফেসবুকে বিয়ে ।

আত্মহত্যা , সন্ত্রাস ,চাদাবাজি –হ্যাকারদের ,
খপ্পরে লুকিয়ে রেখেছো মুখ ।
কেমনে বাঙালি মুক্তি পাইবে ,
জবাব দা্ও হে ,
ফেসবুক ?