উন্নয়নে বাংলাদেশ
খোরশেদ আলম বিজয়
বাংলাদেশ আজ অনেক উঁচুতে ,
করেছে সকল দুঃখের অবসান ।
তাইতো আজ প্রতিটি গৃহে ,
উড়ছে বাংলার বিজয়ের নিশান ।
বাংলাদেশ আজ অনেক উন্নত ,
বহিঃবিশ্বকে সাথে নিয়ে ।
সেটাই বোঝাব দেশের অর্থের ,
গড়া পদ্মা সেতু দিয়ে ।
আরও হয়েছে সড়ক পথের ,
ব্যাপক উন্নয়ণ ।
গৃহে গৃহে বইছে হাওয়া ,
আসছে নতুনের জাগরণ ।
দেশের তরে বাজছে এখন ,
উন্নয়নের বেল ।
ঢাকার মাঝে মেগা প্রকল্প ,
বাস্তবায়িত মেট্রোরেল ।
শহর কিংবা পল্লী গ্রমে ও ,
শিক্ষার হার বেশি ।
বঙ্গবন্ধুর কন্যার উন্নয়নে ,
বাঙালি বেজায় খুশি ।
নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র ,
পারমানবিক রামপালে ।
কর্ণফুলী ট্যানেল করবে চালু ,
সম্ভাব্য 2021 সালে ।
নতুন নতুন গ্যাসক্ষেত্র ,
করছে উদ্ভাবন ।
শিল্প কিংবা বাণিজ্যের ,
ব্যাপক উন্নয়ণ ।
দেশের তরে সর্বাগ্রে ,
উন্নয়নের যাত্রা ।
বিশ্ব দেখেছে কমে এসেছে ,
দারিদ্র-বেকারের মাত্রা ।
শিক্ষা কিংবা চিকিৎসার ,
ব্যাপক উন্নয়ণ ।
স্বাস্থ্য সেবার জন্য হয়েছে ,
কমিউনিটি ক্লিনিক স্থাপন ।
জননেত্রী শেখ হাসিনার ,
উদার আহবান ।
দেশের অর্থে জাতির স্বার্থে
পদ্মাসেতুর নির্মাণ ।
অবাক বিশ্ব তাকিয়ে দেখে !
উন্নয়নের বিজয় নিশান ।