প্রেমের বাজারে জ্বলছে আগুন!
প্রেম আগুনে উষ্ণ হবার বাসনায়
মনের জানালা খুলে দেখি
প্রচণ্ড শীতে কাঁপছে হৃদয়!
কুয়াশার চাদরে মোড়ানো সকাল,
পূব আকাশে সূর্যের দেখা নেই,
শীতের তীব্রতায় জমে গেছে হৃদয়,
থমকে গেছি আমি।
বেচাকেনার বাজারে বিক্রি হয় হাজারটা স্বপ্ন,
চড়া দামে কেনা গরম কাপড়ে শরীর উষ্ণ হলেও
হৃদয়ের কাঁপুনি থামছে না কিছুতেই।
তোমার কাছে প্রেম হবে?
প্রেমের চাদরে জড়িয়ে নিবে কি আমায়?

উতপ্ত বাজারে চলে উত্তপ্ত বিনিময়,
কেউ কেনে তো কেউ বিক্রি হয়,
বেচাকেনার ভিড়ে পড়ে থাকে মন
আর পিষ্ট হয় হাজারো ভাঙা হৃদয়!
হিসেবের বেড়াজালে আটকে গেছে শহর,
অলি-গলিতে ঢুকে গেছে ঘন কুয়াশা!
ফুটপাতে শুয়ে থাকা মানুষগুলো
বিনা আদরে হয়তো আজ ঘরছাড়া,
ফেলে আসা দিনগুলোর কথা মনে করে
স্মৃতির বালিশে মাথাটা গুঁজে
শুয়ে আছে নাম জানা কত প্রেমিক!
রক্ত মাংসে গড়া শরীরটা শীত জয় করে
পড়ে আছে ফুটপাতের একপ্রান্তে।
এদেরও তো মন থাকে,
এদেরও তো হৃদ-স্পন্দন হয়!
নাম না জানা কাঁপুনিতে হয়তো কেঁপে চলেছে হৃদয়!
প্রেমের বাজারে জ্বলছে আগুন!
ঘরে ফিরে হৃদয়ের জানালা খুলে দেখি
প্রচণ্ড শীতে কাঁপছে হৃদয়!
গরম চাদরে শরীর গরম হয় ঠিকই
হৃদয়ের কম্পন থামে না কিছুতেই!
তোমার কাছে প্রেম হবে?
প্রেমের চাদরে জড়িয়ে নিবে কি আমায়?