কুয়াশায় জড়সড় এই ভোরে
শুকনো পাতাগুলো নীরবে ঝরে পড়ে,
সবুজ পাতার ডগা বেয়ে
টপটপ করে পড়তে থাকা শীতে
ভিজতে থাকে খোলা আঙিনা
আর কাঁপতে থাকে হৃদয়!
ভানুর ভীমরতি ধরেছে বেশ,
উঁকি দেয় না আমার আঙিনায়।
গায়ে চাদর জড়িয়ে ছুটে যাই নদীপাড়ে,
অধীর আগ্রহে নদীর জলে চেয়ে থাকি,
রোদেলা হাসির ঢেউ দেখি না সেথায়!
তুমি কি নদীর ওপাড়ে দাঁড়িয়ে
টোলপড়া গাল আর বাঁকা ঠোঁটের হাসিতে
এই নদীর জলে ঢেউ তুলবে না?
তুমি কি শিশির ভেজা সরষে ফুলে
তোমার কোমল হাত বুলিয়ে দেবে না?
তুমি কি কুয়াশার চাদর সরিয়ে
শীতে জড়সড় এই আমাকে
তোমার ঐ উষ্ণ বুকে জড়িয়ে নিবে না?
এই কুয়াশায় তুমি কি আমার হবে না?
ভালো কি বাসবে না আমায়?
এই জড়সড় শীতে তুমি আসো,
আমার আঙিনায় এক টুকরো রোদ হয়ে হাসো।
এই কুয়াশায় তুমি আমার হৃদয়ে আসো,
উষ্ণ চাদরে জড়িয়ে ভালবাসো,
তুমি আমার আঙিনায় আসো
এক টুকরো রোদ হয়ে হাসো।
তোমার উষ্ণ প্রেমে আমি পুড়ে যেতে চাই,
মিশে যেতে চাই এই কুয়াশায়,
হারিয়ে যেতে চাই দূর অজানায়।