জীবনকে বুঝার জন্য একটা প্রেম দরকার,
নিজেকে চেনার জন্য একটা প্রেম দরকার,
নিজের যত্ন নেবার জন্য হলেও একটা প্রেম দরকার।
হতে পারে সে প্রেম চারপাশের অবলা পশু পাখি,
হতে পারে এক চপলা বালিকার মায়াবী আঁখি,
আবার হতে পারে কোন এক নিস্তব্ধ নির্জনতার।
এই সুন্দর পৃথিবীটাকে ঘুরে দেখার জন্য,
বিশাল আকাশটাকে ছুঁয়ে দেখার জন্য,
সৃষ্টিকে এক দৃষ্টিতেই জয় করার জন্য
সীমাহীন একটা প্রেম দরকার।
প্রেম লাগবেই, প্রেম ছাড়া জীবন অচল।
যেখানে প্রেম নেই সেখানে মানুষ বাঁচে না,
যে হৃদয়ে প্রেম নেই সে হৃদয় মানুষের না,
যে চোখে প্রেম নেই সে চোখ কাঁচের তৈরী।
প্রেম লাগবেই, ভীষণ রকম একটা প্রেম লাগবেই।
রঙিন স্বপ্ন দেখার জন্য একটা প্রেম লাগবেই।
বিকেল বেলা মেঠোপথে একসাথে হাঁটার জন্য
একটা প্রেম দরকার,
জোছনা রাতে ঐ আকাশের তারা গোণার জন্য
একটা সত্যিকারের প্রেম দরকার,
সকালটাকে জাগিয়ে তোলার জন্যই
একটা প্রেম অবশ্যই দরকার।
এই অগোছালো জীবনটাকে গুছিয়ে রাখতে,
সন্ধ্যে হলেই আপন ঘরে ফিরে আসতে,
গহীন রাতে দুচোখ বুঁজে একটুকু ঘুমাতে
কিংবা বুকের বাম পাশে একটুকু শান্তি পেতে
প্রেম লাগবেই, একটা বিশুদ্ধ প্রেম লাগবেই।