মনঘুড়িটার নাটাই ছেড়ে দিয়েছি,
দোল খেয়ে উড়ে বেড়ায় দিক-বিদ্বিগ।
নীল আকাশের নিচে রঙিন মনঘুড়িটা উড়ছে
আর আমার এই বুকের ভিতরে কে জানি
বার বার চুপিচুপি বলছে -তুমি প্রেমে পড়েছো।
সত্যিই আমি প্রেমে পড়েছি,
ঐ আকাশটাকে ভালোবেসে ফেলেছি।
আজকাল সবকিছুই ভালো লাগে।
দিনের আকাশে ঝাঁক বেঁধে উড়তে থাকা শালিক,
তারা ভরা রাতের জোছনার ঝিলিক,
সবকিছুই কেন জানি একটু বেশিই ভালো লাগে।
মনঘুড়িটা বার বার নিরুদ্দেশ হতে চায়,
জোছনা রাতে উড়ে গিয়ে চাঁদটাকে ছুঁতে চায়,
ছুঁতে চায় গোধূলি লগনে নির্জন ছাদের এক কোণে
নীরবে দাঁড়িয়ে থাকা কোন বালিকার অশান্ত হৃদয়।
অতিথি পাখির মতো দেশ বিদেশে ঘুরে ঘুরে
এমনি একজনের বাহুডোরে আঁছড়ে পড়তে চায়
যেখানে ভালোবাসা লুকিয়ে আছে।
মনঘুড়িটার যেন কোন ক্লান্তি নেই,
সীমাহীন এক ভালোবাসার খোঁজে
ঐ সীমাহীন আকাশের বুক চিরে
ডানা মেলে উড়ে বেড়ায় সারাটি বিকেল।
নাটাইয়ের সুতো যেন একটা পিছুটান,
আমি ছেড়ে দিয়েছি তাই।
ভালোবাসার সন্ধানে যে ছুটে চলে
তাকে আটকে রাখাটা অন্যায়,
প্রেমের টানে যেজন ঘুরে ফিরে
তাকে বেঁধে রাখাটা অন্যায়,
আর মনঘুড়িকে সুঁতোয় পেঁচিয়ে রাখা
আরেকটা অনেক বড় অন্যায়।