দিগন্তে রবি প্রান্তরে মেঘ ছুঁয়ে গেছে জল সাগরের,
ওরে গাংচিল করিছে মিছিল ঝাঁক বেঁধে ওরে।
অশান্ত মনে নেইকো প্রশান্তি,
বিশ্রাম নিয়ে ও মোর কাটে না ক্লান্তি।
গগনের নীল এনে রাঙাতে চাই তারে,
তারকার চিক চিক মেখে দেবো গালে,
চাঁদের কিরণ হবো তার সারা নিশি জুড়ে।

সূর্যের মতো আলো ছড়াবো শিশির ভেজা ভোরে,
সারাদিন কাজ করি, সকাল আর বিকেল বেলায় পাই একটু ছাড়া।
সেই সময়টা তার জন্য পেরে আনি তারা।

কেটে গেছে কতো দিন কেটে গেছে রাত,
দেখি নিকো তারে আমি ছুঁই নিকো হাত।
সাধ ছিলো মনে বড় বসে তার সনে,
রবি যখন দিগন্তে হেলি সোনার গোধূলি আলো ফেলি,
মুখ লুকিয়ে হাসে।
সেই আলোতে তার মুখ দেখবো চেয়ে চেয়ে,
পরবে যখন শিশির কনা দুবরা ঘাস বেয়ে।

দেখাবো তারে গাংচিল আর বুনো হাঁসের ঝাঁক,
দু'একটা হাসির গল্প বলে ভাঙিয়ে দেবো রাগ।
মনের ইচ্ছে পূরণ করা সবার সাধ্য নয়,
কিছু কিছু মনের ইচ্ছে কবর দিতে হয়।