আস্ত আকাশ খন্ডন করে এসেছিলে বুঝি তুমি,
আলোকিত তাই হইলো আকাশ, ধন্য হইলো ভূমি।
এই ধরণীর রহমত তুমি রব এর পক্ষ হতে,
নুরের বাতি লইয়া আগত হইয়াছ দুই হাতে।

পৃথিবী থেকে অনিষ্ট সবই করিয়া দিলে দূর,
সকল কাধেই তুলিয়া দিলে নেকির সমুদ্দুর।
কত না জাহেল হইলো জ্ঞানী তোমার কাফেলায় এসে,
যাহারা ফেরেনি তাহারা গিয়াছে পাপের সাগরে ভেসে।

তোমার দেখানো পথই সত্য ফরমান আল্লাহর,
তাই ফিরেছে সঠিক পথে হাজারী গুনাগার।
খোদার হাবীব তুমিই তো শেষ শ্রেষ্ঠ পয়গম্বর,
প্রাণের নবী তোমার পথকে না যেন ভুলি আর।