পুরুষ জাতি আজ পরাজিত,
পুরুষের বেশে ই ঘুরে বেড়ায় হায়েনা শকুন যতো।
কেন সেই রাক্ষস দের সুরত পুরুষের মতো হয়,
পুরুষ যে সে রক্ষক হবে রাক্ষস কভু নয়।
চিহ্নিত কর এদের সেই মুখোশ ধারী দের,
কলঙ্ক তোর দে মুছে দে, যদি হোস তোরা বীর।
করে দে আলগা সেই শকুনের,
ধর থেকে তার শির।
একচ্ছত্র রাতের অধিকার নারীরা যেদিন পাবে,
সেদিন মোদের গায়ে লাগা দাগ কিছুটা মুছে যাবে।
হিংস্র দানব শকুন দেরকে বিনাশ করো আগে,
তবেই তোর বোন স্ত্রী কন্যা নিরাপত্তা পাবে।
একটু কি তোর বুক কাঁপে না,
দেখেও এমন দৃশ্য।
কোন লালসায় ক্ষত বিক্ষত,
হচ্ছে সারা বিশ্ব।
কোন সার্থে আজকে সবাই চুপটি করে রও,
যেই মেয়েটা ধর্ষিতা হয় তুমি তার কেউ নও?
জেনে রাখো ওরা তোমার ভগ্নী, তোমার মা আর কন্যা,
এই পৃথিবী পবিত্র করো বয়িয়ে রক্ত বন্যা।