যখন বাতাস ছুঁয়ে যায় তোমার মেঘের মতো কেশ
তখন ঈর্ষান্বিত হয়ে ওঠে আমার ভিতরে থাকা সত্তা
যখন তুমি তুমি শিশুদের গাল টানো
চুমু খাও ফুলে তখন ঈর্ষান্বিত হই আমি
ক্লান্ত শরীরের ঘাম মুছে নিতে চাই
তোমার বাতাসে ওরা আঁচলে
যখন তোমায় চোখ দিয়ে গিলে খায়
বখাটে ছেলের দল
তখন প্রচণ্ড রাগে ফেটে পরি আমি
চোখ দুটো হয়ে যায় আস্ত আগুনের গোলা
সময়ের সাথে ঈর্ষার বেগ দ্রুতগতিতে ছোটে
যখন দেখি বৃষ্টির পানি লেগে আছে ঐ ঠোঁটে
তোমার পোষা বিড়াল ছানাকে যখন
আদর করো তখন আদর পেতে ইচ্ছে জাগে আমারও
হেসে হেসে যদি কথা বলো তুমি কোনো যুবকের সাথে
সেদিন আমার শান্তিতে ঘুম হয়না যেন রাতে
ইচ্ছে করে সারাটা সময় তোমার কাছে রই
তোমায় ঘিরে সব কিছুতে ঈর্ষান্বিত হই