বৃষ্টিতে আজ টিনের চালায় সুর
ঝুম ঝুম গান তুলেছে যাবে কি কোথাও দূর
কেউ করিছে বৃষ্টি বিলাস
কেউ করিছে দুঃখ প্রকাশ
শিশুরা কিছুই ধার ধারে না ভিজছে সুখে আপন মনে
রোগ বালাইয়ের চিন্তা ভুলে
বৃক্ষ গুলো নেয়ে নেয় তাই শাখা গুলোকেও দোলায় নুয়িয়ে
সংকিত সব মুক্ত পাখি আসবে নাকি ঝর
তাহলে কি যাচ্ছে ভেঙে আমার সাধের ঘর
একই বৃষ্টির নানান রূপ দেখে নানান জনে
তুমিও ভিন্ন ভাবতে পারো নিজের আপন মনে
বৃষ্টি পরছে আপন মনে যেই পরেছে বাজ
তখনি খুকির মোন ছোট হলো বাবা তো গেছে মাঠের দিকেই
পরেছে খানিক কাজ
বৃষ্টি ঘিরে উল্লাস আছে আরও আছে ভয়
তার পরেও বৃষ্টিতে মন ভিন্নতা খুজে পায়