আমি বন্ধুত্ব চেয়েছিলাম,
তুমি বিরোধিতাই বেছে নিলে।
আমি সমঝোতা চেয়েছিলাম,
তুমি সত্রুতাই বেছে নিলে।
আমি খুব করে চেয়েছিলাম, তুমি প্রেমিকা হবে।
তুমি প্রতিদ্বন্দ্বী হয়েই সামনে এলে।

আমার স্বপ্ন ছিলো সৃষ্টিশীল।
তুমি ধংশ হয়ে গুঁড়িয়ে দিলে।
আমি যে হাতে দিতে চেয়েছি মেহেদি,
তুমি সে হাতে রক্ত ছুঁলে!
এসেছিলাম আমি তোমার আকাশ,
মেঘের ভেলায় সাজাবো বলে।

তুমি সে আকাশ, ছেঁয়েছো আধারে।
তখনও আমি কেঁদেছি অঝরে,
তোমার হৃদয়ে প্রেম জাগেনি তবু,
বিদ্বেষ করে রাজ।
রক্তজবা চুলে গুঁজে দেব,
যদি ফিরে আসো আজ।

চাঁদের বুড়ির চরকা সুতোয়,
বুনে দেব এক শাড়ি।
ঘোমটা দিয়ে বসে রবে, তুমি
হবে শুধুই আমার আপন নারী।
মেঘের রাজ্য গর্জন করে,
যখন ভূমিতে খড়া।
তখনো আমি খুঁজি না কিছুই,
মায়াবিনী তোমায় ছাড়া।