ভেবে ভেবে হারিয়ে যায় ,তবে কি ধরণী হবে শূন্য!
সূচনা লগ্ন থেকে একটু একটু করে ভালবেসে মানুষ,
আজ এই ধরণীকে কতটাই না আপন করেছে!
অথচ নির্দয় প্রকৃতি কত নির্মমভাবে দূরে ঠেলে দিচ্ছে তার প্রথম ভালবাসার অস্তিত্বকে।
কত চাঞ্চল্যকর উস্মৃঙ্খল মমতাময়ী আজ নিস্তব্দ।
সার্থহীন ধরণীর হাহাকার শুনতে পাইনি কোন শ্রেণী।
নিভৃতে ক্রন্দন করে হয় তো বলেছিল শান্ত করো মরে,
কে শোনে কার কথা কেউ করলো না শান্ত অবনিকে,
একটু সময় পেলে ধরণী আবার হয়ত করতো প্রত্যাবর্তন ভালবাসার টানে।
কিন্তুু যখন সেই ভালোবাসার অস্তিত্বই বুঝলো না তার অভিমানকে।
নিজে থেকেই নির্বাসন এ চলে গেল সুন্দর ধরণী..
কে ভাঙবে তার এই অভিমান! কে দিবে তার প্রতিদান?