অবশেষে সেই সময়ের অববাহিকায়,
মন ভাসিয়ে ফিরে আসা বিবেকের কুঠিরে।
একরাশ বিরক্তি বোধ পেছনে ফেলে ,
নতুন ভাবে বাঁচার তাগিদে এই ফিরে আসা !
আসলেই কি বাঁচতে!নাকি মৃত্যু থেকে পালিয়ে,
অধরা সেই ভ্রমের পিছে ছুটে চলেছি ,
যার কোনো সম্ভাবনাই নেই হাতে পাওয়ার।
মানব জীবন অমর রূপ ধারণ  করাতে ,
শুধুই এই ব্যর্থ চেষ্টা সকলেই করে চলেছি।
অর্থ সম্পদ অনুসন্ধানে জীবনের শেষ বিন্দু অবধি ,
বিলিয়ে দিয়ে  লালসা যুক্ত মনুষত্ব ব্যাতিত
অতি মূল্যবান কোনো সম্পদই অর্জিত হয় না।
অথচ একটু পিছনে তাকিয়ে লক্ষ্য করলেই ,
সকলের করে যাওয়া ভুল শুধরে নিতে পারতো।
স্রষ্টার কাছে সৃষ্টির অনন্য কীর্তি সমগ্র প্রকাশ
করতে পারতো আপন মহিমায় নিজ হাতে।
কোনো এক প্রথম প্রহরের  ভাবনার আগুন 
থেকেই তবে হোক না শুরুটা!! জাগরিত হোক মনুষত্ব।