হটাৎ ও ধারণ করিয়া নহে ।
     আজন্ম প্রজ্ঞা বিশ্লেষণ পূর্বক মানিয়া ,
        অবনীর সমগ্রকুলের স্রষ্টা তোমায়
      ভালোবেসে এগিয়ে আসিয়াছি।
          অনুগ্রপূর্বক পূরণ করিয়া দাও ,
       নিজের সৃষ্টির আকুতি।
      দাও হে মোরে প্রণয় ও তোমার
              দিন দর্শনের কালে ।
      তোমাতে ভাবিয়া দিবস ও রজনী
          জাগিয়াছে মাখলুকাত,
       টানিয়া লইয়া নিও মোদের
           জান্নাতের ওই দ্বার।
       সৃষ্টির স্রষ্টা জগৎ ও তুমি
          রহমাতে মহীয়ান,
         সকল সৃষ্টি গেয়ে যায় যেন
           তোমারই শানে গান।
        দাও হে ইয়া রহিম তুমি
           ভালোবাসার মান,
        রেখে যায় শত প্রাণের আকুতি
           চরণে আমার ধ্যান।