সময় এক বাজীকর
তুমি আমি সবই জানি, কিন্তু কেউ হয়তো বুঝিনা!
.
দাবার ছককাটা ঘরে হাতি-ঘোড়া তাকিয়ে দেখে
মহারানী মহান শক্তি নিয়ে এগিয়ে যায়
সামনে-পেছনে, ডানে-বায়ে, কোণিক সীমানায়।
.
এদিকে পেটমোটা মহারাজা একঘর এগিয়েই হাপায়
ভাবনায় সাতপাঁচ; চেকমেট যদি হয়ে যায়!
দাবার ঘরের গুটি দেখে; তুমি মাপো পথের সীমানা।
.
জীবনগল্পের ছককাটা ঘরে, ছায়াটা দাঁড়িয়ে থাকে
আলো হয়ে ঝুলে থাকা নি:শ্বাসের ফুরায় তীব্রতা
বাজীকর সময়ের চালে, বাড়ছে অন্ধকারের সীমানা।
---
২৫-০২-২০১৬