বড় হয়ে যাওয়া মানে;
মেয়েটির কান্না ভেজা চোখ
ছেলেটির একলা থাকার শুরু।

একলা থাকা মানে;
মেয়েটির ইচ্ছে ঘুমের রাজ্যে দুঃস্বপ্ন
ছেলেটির বাড়ী ফেরার পথে জোনাকি আলোর রাত।

জোনাকি আলোর রাত মানে;
মেয়েটির বুকে একগুচ্ছ অন্ধকার জমে কালো
ছেলেটির সূর্যাস্তের মায়ার মেয়েটি চাঁদের আলো।

চাঁদের আলো মানে;
মেয়েটির চুপি চুপি ডুবে যাওয়া রাত
ছেলেটির মনের আকাশে হেঁয়ালি রাতের তারা।

রাতের তারা মানে;
মেয়েটির বদলে যাওয়ার ভাষা
ছেলেটির মেনে নেয়া, দিন শেষে সবাই একা।

সবাই একা মানে;
স্মৃতি নামের মেয়েটি জানেনা, স্মৃতি এক প্রকারের মিলন।
মিলন নামের ছেলেটি জানেনা, স্মৃতিই মানুষকে বেঁধে রাখে; একা হতে চাওয়া এতোটা সহজ না!
...
০৩/০১/২০১৬