সারি সারি হিজল তমাল জলপাই বনে
মিহিন কুয়াশা পৌষের হাতে-হাত রাখে।
শুষ্ক ডালের ডগায় বাতাসে-বাতাস ঘষে
শীতপরী নেমে আসে ধূসর আলোর রাতে।
হ্রদয় প্রসারিত করে যতদূর চোখ মেলি
রাতের শরীর জুড়ে জ্যোৎস্না আঁকে ছবি।
ভোরের কুয়াশার মিছিলে, আমি পথে নামি
এদিকে রোদ্দুর হেঁটে যায় তোমাদের বাড়ী।
...
© খোরশেদ খোকন। ২৬/১২/২০১৫