তুষারাচ্ছন্ন পাইনের বনে
বরফ পড়ছে, তুষার জমছে
শুকনো গাছের ডালের আড়ালে
রোদ নামছে, রোদ মিলিয়ে যাচ্ছে।
বরফ ঠেলে, তুষার ভেঙে ঠাণ্ডা বাতাস
ছুঁয়ে যাচ্ছে ঠোঁট
ছুঁয়ে যাচ্ছে নাক
ছুঁয়ে যাচ্ছে কান...

নিঃশ্বাসের উষ্ণতায়, প্রশ্বাসের ধোঁয়ায়
বুকের পাঁজরে বাড়ছে শীত-সাম্রাজ্যের সীমানা
ঘুমহীন হিম নিয়ে থমকে আছে স্বপ্ন স্বপ্ন খেলা
নিত্যদিন তুমি আমি ব্যর্থতা বরফ চাপা দিয়ে
ভাসিয়ে দিচ্ছি ভাবনার ভেলা তুষারের বন্যায়।
-----
১৬/১২/২০১৫