কখনো এমন হয়; কেউ দূরে চলে যায়
আর তার ছায়াটা একা একা পড়ে থাকে।
পূর্ব দিগন্ত রাঙিয়ে নতুন সূর্য উঠে
একটি ছায়া আস্তে আস্তে দীর্ঘ হয়
তারপর ঝুপ করে সন্ধ্যার কুয়াশা মেখে
নীরবে হারিয়ে যায় কালো রাতের বুকে।
নির্বাক নির্লিপ্ত নিরহংকার চাঁদ
চেয়ে চেয়ে দেখে একটি মানুষ
চাঁদের মতোই একা হয়ে গেছে...
...
একা । ১৪/১২/২০১৫