ভোরের কাঁচা রোদ
শিশিরের শব্দের সাথে মিশে।
ফোঁটায় ফোঁটায় হিম
গাঁয়ে মেখে; খাঁচার পাখীটা ডাকে।
হাওয়া রোদ পোহায়
ছায়ার দৈর্ঘ্য বাড়ে মৃত্তিকার বুকে।
হেঁয়ালি বাতাসে
সাদামেঘ মিশে যায় দূর আকাশে।
নীল অপরাজিতা;
কোথায় থাকো তুমি?
নীল নীল আকাশের মতো দূরে
নাকি নীল নীল কষ্টের মতোই কাছে!
-----------
১৭/১০/১৫