জোছনাধোয়া তুমি
হেঁটে বেড়াও মধ্যরাতের ব্যালকনিতে
কলমি ডগার মতো আমি,
হাওয়ায় হাওয়ায় ভাসি...।
তোমার নিটোল হাতের ছায়া
কাছে ডাকে;
মেঘের ছায়ার তুমি; গা ধুতে ধুতে
গা ধুতে ধুতে; বৃষ্টি হয়ে যাও... তুমি।
আলো বেজে ওঠে শরীরে;
মরা ডালে একটু দাঁড়িয়ে;
হটাৎ উড়াল দেয় হাওয়া।
ছায়া নিয়ে খেলা করে চড়ুই;
কফি কালার লিপস্টিক ঠোঁটে
তুমি তাকাও; কারফিউ থেমে যায়।
এক ফালি মেঘ গাঁয়ে মেখে
একাকী পথে নেমে আসো...।
সারারাত শূন্যতার নদী সাঁতরিয়ে
আমি মরে যেতে যেতে
বেঁচে উঠি
আমি ঘুমোতে ঘুমোতে
জেগে উঠি।