অভিমানে চুপ করে বসে আছে
বিকেল।
মেঘ চলে গেছে দূরে, আকাশের বুকের
ভেতর।
ক্লান্তির দাগ কপালে জলছবি হয়ে ঝুলে আছে
নীরবে।
হাতের আঙুল ছুঁয়ে যাচ্ছে কামিনী ফুলের শরীর জুড়ে ম্রিয়মাণ
ঘ্রাণ।
দরজা বন্ধ করা মানেই; নয়
অভিমান।
আলো নেভানো মানেই; নয়
ঘুম।
একদিন আমরাও জেনে গেছি; কিছুই থাকেনি
গোপন।
তুমিই চিরকাল, নিজেকে নিজেই করে গেছো
দোষী।
আমি বৃষ্টিতে ভিজে ভিজে, সেদিনও দাড়িয়ে ছিলাম; আজও দাড়িয়েই
আছি।
শেষ বিকেলের গাঢ়ঘুম দু’চোখে কাজলের মতো জড়িয়ে
তুমি।
সেদিন আভিমানে ঠোঁট বাঁকিয়ে তুমি দরজা বন্ধ করেছিলে ঘরের,
পৃথিবীর।
এখন আমি আমার নেই, অন্য কারো
আমি।
এখন তুমি তোমার নেই, অন্য কারো
তুমি।
-----------
১১/১০/২০১৫