জন্ম মানেই কি খাও, পান করো, অন্যকে অনুকরন করে বেঁচে থাকো...
...আর একদিন মরে যাও?
মৃত্যু অবধারিত;
মৃত্যুকে আমাদের একদিন না একদিন, মেনে নিতেই হয়।
এই “একদিন” টাকে যত দূরে কল্পনা যায়, ততই যেন শান্তি!
সত্য হলো,
মৃত্যু জিনিসটা আমৃত্যু আমাদের সামনেই থাকে;
সেটা আগামী কাল, পরশু কিংবা যে কোন দিন!
মৃত্যু
আমাদের মাথার ভেতর এমনভাবে ঘাপটি মেরে থাকে যে;
আমরা তাকে ভুলে থাকতে পারিনা; একটি মুহূর্তের জন্যেও!
আমরা কি মৃত্যুকে আমন্ত্রন জানাতে পারি?
তাকে হাঁসি মুখে আলিঙ্গন করতে পারি? না, আমরা পারি না!
আসলে, আমরা সবাই ভীতু।
সাধারণ মানুষ মাত্রই মৃত্যুকে ভয় পান। আমিও ভিন্নতর কোন মানুষ না।
ভয়কে জয় করে বাঁচার মতো; বেশ কিছুদিন আমি বাঁচতে চাই।
আমি আমার মতো করে বাঁচতে চাই। আপনারাও কি চান না?
এমন ভাবে বাঁচতে চাই, জেনো আমার চোখ দেখে মনে হয়;
মৃত্যু নামের কেউ পৃথিবীতে নেই। ছিলনা কোনদিনও।
আপনি ভাবছেন সম্ভব না, তাই না?
আমি ভাবছি; কোন কিছুই হয়তো অসম্ভব না!
------
২৩/০৯/২০১৫