বাড়ীর এদিকটায় বারান্দার কোণে
সারারাত লেগে থাকে ঘন অন্ধকার
ঝাড়ু না দেয়া দেয়ালের স্বাধীনতায়
তৈরি হচ্ছে মাকড়সার নিজস্য সংসার।
জাল ছিঁড়ে পড়ে যাচ্ছে মাকড়সা,
আবার উঠে যাচ্ছে।
জেগে জেগে স্বপ্ন দেখার মতো
দেখছি আর ভাবছি।
একদিকে মাকড়সা নিপুন হাতে বুনছে ঘর
অন্যদিকে গড়ে উঠছে কীট-পতঙ্গের কারাগার।
আজ দেখি বাথরুমের দেয়ালে একটা মাকড়সা
তোমার মুখটা তখনি মনেপড়ে গেলো আমার
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে গেলো অজানা আতংক।
মাকড়সার জাল মানে একটি নতুন সংসার
মাকড়সার জাল মানে কীট-পতঙ্গের মৃত্যু ফাঁদ
মাকড়সার জাল মানে তোমার নিয়ে আতংক আমার।
---------------------------------
© খোরশেদ খোকন । ২৭।০৯।২০১৫