বর্ষাজলে ভিজে ভিজে
ছিপছিপে নৌকা চলে
মেঘ দূরে চলে গেলে
সর্বনাশ ছবি আঁকে।
চোরকাঁটা ভরা মাঠ
দিগন্ত পেড়িয়ে দূরে
ঝিঁঝিঁপোকা রাতটাকে
ফালি ফালি কাটে।
বুকের উপত্যকায়
পশমের বনে-জঙ্গলে
নীল নীল দুঃখটা
ঘাপটি মেরে বসে থাকে।
কিছু কিছু স্বপ্ন
পুড়ে পুড়ে ছাই
তারপর পোড়া ছাই
ঘর বানায় অ্যস্ট্রেতে।
-----------------
২৪ আগস্ট ২০১৫