কি দেখ এমন করে, এক মনে?
কাছাকাছি পাশাপাশি
দেখার মতো আছে কি
এমন কিছু যা সত্যিই অদেখা, অচেনা!
দেখায়, অদেখায়
প্রতিদিন দেখাদেখি, চোখাচোখি
তবুও মনেহয়, আজও ভাল করে দেখা হল না, নতুন একটি দিন।
অগ্রহায়ণের তুমুল বাতাসের টানে
আমাদের দৃষ্টি হারিয়ে যায় দূরে, বহুদুরে...
যেখানে বেহুলার সাথে শেষকথা বলে মাটি
আর জলে ভাসা পদ্মের মতো মৃত্যু নিয়ে ভাসতে থাকে, নারী।
জীবন; সেতো হিংস্র দাবানল, জ্বলে পুরে খাক করে দেয় সব
আর অথই জলে ডুবে ডুবে আমরা কেবলই ভাবি,
দেখার মতো দেখা হলো না, দৃষ্টি যেন শুধুই দিয়ে গেলো ফাঁকি।
---------------------
অনুপ্রেরণাঃ
The real voyage of discovery consists not in seeking new landscapes, but in having new eyes.
--- Marcel Proust
০৮।০৩।২০০৪