তুমি যখন তাকিয়ে থাকো সটান আমার চোখে
জ্ঞান গরিমা হারিয়ে ফেলি নস্টালজিক এক দুখে।

তুমিই হয়তো একাই জানো সেই বেদনা সেই সে রহস্য
তোমার আমার নেই কারোরই প্রবোধ দীপিত ভাষ্য ।।