পৃথিবীটা অন্ধকার ।
যেন বিশালাকার এক বাজপাখি এসে
আড়াল করে ফেলেছে সূর্যটাকে তার ডানায়
যদিও পালকের ফোকর দিয়ে পৃথিবীতে
অসভ্য আলোর ঝলকগুলো নেমে আসতে চায় ।
বেয়াদব আলোর কণা গুলো
ধারাপাত না শিখেই প্যারাসুট ছাড়াই
নিরক্ষরের মতো স্বজনের টানে
নেমে পরে ইরাক সিরিয়া ইথিওপিয়ায়!
কবে কখন যেন কিভাবে এই আমিটাও
অসভ্য নিরক্ষর আলোতে থেকে থেকে
স্বজনের টানে সস্তাদরের ইমোশনে ভেসে
ধর্মের পাঠ ভুলে মানুষেরেই খুঁজে বেড়ায় !
কোনও এক অশুভ ক্ষণে জন্মেছে আণা ফ্রাঙ্ক
আরেক অশুভ ক্ষণে শিশু আয়নাল
অশুভ ক্ষণের সংখ্যাধিক্যে জন্মেছে মুক্তিপাগল
বেহায়া উন্মাদ খোঁজে কোথায় স্বজনেরা অসহায় ।
পৃথিবীটা অন্ধকার ।
সেই বিশাল বাজপাখিটা কতদিন আর
রাখবে আড়াল করে সূর্যটাকে?
নামবে না মাটিতে ক্লান্তি আর বিষন্নতায়?
তবুও আমরা পথহারা স্বজনের সজনেরা
অনাদি কাল হতে অদ্যাবধির কাঁটায়
কোনও হেরফের না করেই দাঁড়িয়ে থাকবো ঠায়
ঝলকের বোঝা কাঁধে দ্বার খোলার প্রতীক্ষায়।।