তুমি যখন হেসে হেসে বলতে নানান কথা
কথার মাঝেই বোঝা যেত তোমার মনের ব্যথা।
কখনো তবু চাইনি জানতে তোমার মনের কথা
আমার মনে ঠাঁই কারো নেই তুমিই ছিলে সেথা।
যদি আমি না হই তোমার স্বপন রাজকুমার
তাইতো চাইনি বইতে কভু প্রলাপিনীর ভার।
যদি আমি না হই তোমার দুঃখের রাগিনী
তাইতো চাইনি শুনতে তোমার ব্যথার কাহিনী।
যদি তোমার মনের মানুষ শোনাতে অন্যজন
সইতে যদি না পারি তাই হয়নি কথোপকথন।
বললে যখন "আমার হৃদয় স্পন্দনের ধ্বনি,
বধির তোমার কানে কেনো কক্ষনো পৌছেনি?"
এ কৈফিয়ত দিতে আমার মুছুক যত গ্লানি
'ভালোবাসি তোমায় আমি'-চিরন্তন এই বাণী।