জঙ্গইল্যা পাগলা কুত্তাগুলির নাম

আমার অহনো মনে অয়, তয়

হেরা কয় গোলাম আযমের সঙ্গমে-সহবাসে

পয়দা হওয়া দুধেল বাচ্চা হেরা।

হেরা কয় তহনকার আলবদর অহনকার জামাইত্যাশিবির

আমি কই জাত শুয়ারের ছাওয়াল হেরা।



খোদা নাকি মাইনষেরে বানাইছে আঠাইল্যা মাটি দিয়া

আমি কিন্তু নাকে হুইঙ্গাই কইতে পারি হেগোরে পয়দা দিছে    

শুয়োরের বাচ্চাগো এঁটো মল দিয়া

আল্লার কসম খাইয়া কইতাছি মিঞা।



আমি হেগোর গায়ের, ঘামের, মুতনের গন্ধ চিনি

নিজামি মুজাহিদের গতরের ধাক্কানির যন্ত্রণারে জানি

মেলিটারি আর হেই দালালগুলির রোজকার বলাৎকারে

আমি এঁটো মলের গন্ধ শুঁকি আর শুনি শুয়োরের ঘতঘতানি।



জামাইত্যাশিবিরের শুয়োরের বাচ্ছাগুলান

অহনো বুজেনা মায়েরে 'মা' কইতে অয়

দশমাস দশদিন প্যাটে দরইন্যা মাইনষেরে

খাওনপরন না দিলেও সালামডাতো দেওন যায়!