আমার দেহে হৃদয় বলে কিছু নেই
যদিও কান পাতলে শোনা যাবে
নৈসর্গিক ঢপ ঢপানিতে 'সজনী ও সজনী'
অথবা অন্য কেউ হয়তো খুজে বেড়াবে
একান্তভাবে তার নিজের মতন করে
অবচেতনায় লুকানো ভিন্ন কোন ধ্বনি।
আমার শরীরে রক্ত বলে কিছু নেই
যদিও শাণিত বর্শার আঘাতে দেখবে
রক্তিম আখরে লেখা 'সজনী ও সজনী'
অথবা অন্য কেউ হয়তো খুজে বেড়াবে
একান্তভাবে তার নিজ ভাবনাতে রাঙ্গানো
অবচেতনে বহমান অন্যরকম কোন তরলের ধমণী।
আমার অবয়বে কাঠামো বলে কিছু নেই
যদিও চিত্রকরের অংকনে বিমূর্ত হবে
বিস্ময়কর চিত্রকর্ম 'সজনী ও সজনী'
অথবা অন্য কেউ হয়তো খুজে পাবে তার
একান্তভাবে আপনার তুলির আঁচড়ে রাঙ্গানো
অভিযাচিত দৃশ্যমান অনন্য স্বাপ্নিক রমণী।
আমার আমি বলে এ জগতে কেউই নেই
তোমার প্রতিমূর্তিতে বিলীন করেছি
এই আমার আমিকে 'সজনী ও সজনী'
অন্য কেউ কখনো খুজে পাবেনা তোমাকে একা
তোমার পুরো মুখাবয়বে যে আমারই মুখোশ
সারা অঙ্গ তোমার আমার আস্তরণ-প্রলেপের ধরণী।