আমার হৃদপিণ্ড দিয়ে তৈরী সজ্জিত ঘরে
অবৈধভাবে ঢুকে গিয়ে করছো বসবাস
কখনো দাওনি একটা মাসেরও ভাড়া তুমি
তথাপি এখনো তোমাকে নিরন্তর করি বিশ্বাস।
বিনিময়ে না হয় তোমার হৃদপিণ্ড মাঠে
সামান্য একটুকু জায়গা কি দেয়া যায়?
যেখানে একটা ছোট্র ছনের ঘর তুলে
দিনরাত প্রহরী হয়ে থাকবো পাহারায়!
দারোয়ানের চাকরিটা নিয়ে আমি
কথা দিচ্ছি যতদিন বেঁচে রবো ততদিন ধরে
নিরাপত্তা বেষ্টনীতে এবড়ো-থেবড়ো হৃৎমাঠ তোমার
চাষযোগ্য করে সোনালীস্বপ্ন ধানে দেবো ভরে।
যদি ফলনে গলদ রয় তখন না হয়
আমার ঘরে জমা তোমার ভাড়াগুলো
বাজেয়াপ্ত করে আর বেতন কর্তন করে
গণআদালতে অনাস্হার অভিযোগ তুলো।
অথবা অবিশ্বাসী বানিয়ে আমাকে
তোমাকে অবিশ্বাস আর প্রতারণার অপরাধে
মৃত্যুর চেয়েও কঠিনতর যেকোন দন্ড আমি
হেসে হেসে তোমার জয়গান গেয়ে ঝোলাবো আমার স্কন্ধে।