অবিনশ্বর ভালবাসার অবয়ব নির্মাণে
আমি এখন অনেকটাই ব্যাস্ত।
আমার হাতুরি ছেনির টুংটাং ঠনঠন চেঁচামেচিতে যেন
তোমার সেতারের সুরেলা রাগিনী না হয় অভিহত!
যতই বলো আড়ালে আবডালে বসে নি:শব্দে
-করে যাও তোমার চিরঞ্জীব সৃষ্টি
কখনো কি দেখেছো মেঘমুক্ত রোদেলা আকাশে
মেঘহীন বজ্রহীন সংগোপনে উঠেছে ঝড়, ঝরেছে বৃষ্টি?
তবুও তোমার দূর থেকে দূরে আরো বহুদূরে
মুখাবয়ব আর দেহ কাঠামোকে ঘিরে
গড়ছি অতলান্ত মোহিনী মূর্তি 'তুমি রবে নিরবে'
অনন্তকাল ধরে প্রেমপিয়াসীর অন্তরে।
অনন্ত অবিনশ্বর মৃত্যুঞ্জয়ী মোহিনী রমণী
গড়ন দিয়ে ওগো প্রিয়া তোমায়
হতে চাই তোমার অরণ্যে বরেণ্য ধন্য সজন
জীবন্তিকার জীবন্ত জীবনোপায়।