ওগো নিঠুর বধিরা উর্বশী
বাঁশরীর সুরেলা ডাক নয় শোননি
এচোখের তারাতো লিখেছে অনেক কিছুই
ওআঁখির কাজল সে চিঠি কি পড়েনি?
আমিতো অন্ধ নই
দেখেছি তোমার রূপজ রূপণ বন্যা
সেকথাটা বলতে নাহয় পাইনি সাহস
তুমিওতো বাড়ালে না হাত অহংকারী সুনয়না।
তবে আমি যদি অন্ধ হতাম
তবুও তোমাকে দেখতে পেতাম
তোমার একটু ছোঁয়া আর স্পর্শ নিয়ে
প্রাণজোয়ারের ঢলে গাঙ্গে নাও ভাসাতাম।
অথবা ধরো আমি স্তব্ধকণ্ঠের হলে
বাকশক্তিহীন বুঝে নিতাম তোমার যত ব্যথা
তোমার নি:শ্বাসের শব্দ আর হৃদস্পন্দনগুলোই
হয়ে উঠতো আমার সব না বলা কথা।