যেখানে সেখানে যেমন তেমন
যখনি তখুনি যেনতেনভাবে
অলিতে গলিতে মহাসড়কেও
ওকেই কেন যে ভালবেসে যাই?
চলনে বলনে শয়নে স্বপনে
আঠারি মতনই সেটে থাকে মনে
যতবারই তারে ভুল যেতে চাই
সেচেষ্টাকে সে করেযে জবাই?
উঁচু পাহাড়ে গুহা গহ্বরে
খররোদ্দুরে অন্ধকারে
ভালবেসে বেসে ক্লান্ত আমি
নি:শব্দে কতযে বকে বকে যাই।
খেলার মাঠে বইয়ের পাঠে
তারই ছবি শুধু ভেসেই ওঠে
রাণীরবেশে সে কথক নাচে
আমি কি তার রাজামশাই?
ফুটপাতে আর মাঠেঘাটে হাটে
তার ছেড়া ঐ একতারাটারে
আবোলতাবোল বেসুরো সুরে
বাউল সেজে শূন্যে নাচাই।
অলিতে গলিতে নদীতে সাগরে
যদিও সে থাকে চোখেরই আড়ে
কেনযেন সে ছাড়েনা সঙ্গ
আমি কি তার ঘুড়ির নাটাই?
সকালে বিকালে চেয়ারে টেবিলে
আনাচে কানাচে এখানে ওখানে
তার ভাবনাই ভাবতেই হবে?
আমি কি তার রবোট জামাই?
নির্লজ্জ আর বেহায়া তিনি
স্বর্গ থেকে এনে সুরবাণী
গাহে সুমধুর চিত্তহারী চোরনি
আমি কি করি তার বড়াই?
কেড়ে নিয়েছে আমার দৃষ্টি
দেয়না তাকাতে অন্য নারীতে
রমণীয় গুণে রাঙ্গা রাজশ্রী
বিশ্বেযেন তিনি আছেন একাই।
দেয়না পড়তে দেয়না খেলতে
দেয়না করতে কাজকর্ম
'বিদ্রোহী রণ ক্লান্ত' যে তাই
প্রেমপিরিতের গুষ্টি কিলাই।
ওগো অঙ্গসৌষ্ঠব সম্পন্না অনন্যা
নেহায়েত ভদ্র আমি, বেঁচে গেছো তাই
গাল কামড়ে তোমার কলঙ্কচিহ্ন
আঁকা থেকে তুমি পেয়েছো রেহাই।
অজ্ঞানে হোক আর স্বজ্ঞানে
প্রণয়দেবীর চুম্বকনে
মরছি আমি ক্ষণে ক্ষণে, দাবি একটাই তাই
'ভালবাসার ফাঁসি চাই'।