তোমার হাতটা একটু দেবে?
ভয় পেও না পরাবো না অঙ্গুরি।
তাও দেবে না? মেহেদীতে রাঙ্গাবো না
দেবে তোমার হাত?
অধরোষ্ঠ দিয়ে স্পর্শের স্পর্ধা আমার নেই
তবুও তোমার এত ভয়?

তোমার হাতের স্পর্শটুকু নিয়ে
তোমার স্পর্শের উত্তাপটুকুতেই
সারাটা জীবন যদি আমার
হৃদপিন্ডের স্পন্দনগুলো ধন্য ধন্য বলে
জীবনাবধি সচল রয়?

দেবে তোমার হাতখানা?
বলেছিতো, মেহেদী দিয়ে আঁকবোনা আলপনা!
দিব্যি করে বলছি পরাবোনা কাঁকন আর অঙ্গুরি গহনা
ভিক্ষালব্ধ একটুকু ছোঁয়া ভিখারিরে করো করুণা।