আকাশটা নাকি অনেক বড়।
হেসোনা তুমি!
ওরা তোমার হৃৎপিণ্ডটা কখনো দ্যাখেনি।
শুকতারাটাকে ওরা কম্পাসের কাটা বানিয়ে
দিগবিদ্বিক দূরান্তরে কোন দেউড়িটাকে খুজছে জানিনা
ওরা তোমার চোখের তারার ঝলকানিতে জ্বলেনি।
পূর্ণিমা রাতে ওরা সবাই গেয়ে ওঠে
'আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে'
কি নিরেট মূর্খ, নির্বোধ ওরা!
ওদেরই বা দোষ কি বলো, তোমার ললাটদেশের
রাঙা টিপ যে ওদের চোখেই পরেনি।
জীবনানন্দ দাশের কবিতা পড়ে পড়ে ওরা ভাবে
'পাখির বাসার মতো দুটি চোখ' আহা! কতনা সুন্দর
তুমি কিন্তু কিছু মনে করো না। অবুঝ ওরা।
চোখে তোমার তাজমহলের প্রতিবিম্বন দেখতেই ওরা পায়নি।
সৌন্দর্য্য পুজারিদের উপাসনা নাকি রানী ক্লিওপেট্রা।
এন্টোনিয়ো ক্লিওপেট্রার রোম্যানটিসিসমে মাতাল এ প্রজন্ম!
টিনেজ ভেবে ওদের তুমি প্লিজ ক্ষমা করে দিও।
অলিম্পিয়ান আফ্রোদিতি হতে পারতো তোমার শিষ্যা, ওরাতো সেটা শোনেনি।
ভিঞ্চি শহরের লিওনার্দো আঁকলো মোনালিসা।
লিওনার্দোর এই চিত্রকর্ম কেনযে মানুষে ভালোবাসে!
তোমার তখনো জন্ম হয়নি লিওনার্দোও তোমাকে দেখেনি
বেঁচে থাকলেই আঁকতো তোমাকে, মোনালিসা নয় তোমারি হতো জয়ধ্বনি।
যা বলার ওরা বলে বলুক, যা ভাবনা ওরা ভাবে ভাবুক
যা ভুল ওরা করে করুক, তোমাকে না চিনলে না চিনুক
ওদের কথায় কি আসে যায়, তুমি কিন্তু নিশ্চিত জেনো
তুমিই সেরা তুমি অনন্যা তুমিই ধন্য তুমি বরেণ্য তুমিই বিশ্বরাণী ।।