সুখ ঝরে যায়
 
জল ভরে ফেরার পথে
কলসীর জল
ছলকে ছলকে পড়েছিল
ভেজা আঁচল বেয়েও
জল ঝরেছিল।
সাধের পদ্মপাতায়ও
জল থাকেনি।
শিউলির গন্ধ
ঝরা শিশিরের কাছে
হার মেনেছিল।
 
সেই পল্লীবালার সুখ
অনুক্ষণ বিরহী বাঁশির
সুরের মতো ঝরে যায়।
 
পঙ্কজ কুমার চ্যাটার্জি।

সুপ্রভাত।
💐💐