স্প্রিং
দুহাত দুপা চারজন চারদিকে হ্যাঁচকা টেনে চলেছে
স্প্রিং-এর মতো আমি বেড়ে চলেছি, বেড়ে চলেছি
ওরা কি আমার সঙ্গে জরাসন্ধের কোন সম্পর্ক?
কুচুটে কেলে বাঁশিওয়ালা (করিশমাও তোর দিকে
তাকাবে না, রাধা তো কোন ছার?) ফন্দি করে
..........সবাই ফন্দি করে চলেছে, সেই থেকে।
এখন সাদা, কালো, লাল, হলুদ- সব এক
বখরা চাই, দিতে পারো বাঁচো, না হয় বৃন্দাবনে
গিয়ে মালা জপ, ভাবার দিন শেষ,
থুড়ি সব দিনই শেষ
আলকাতরার মতো রাত এখন চারিদিকে,
সবাই জরাসন্ধের মতো ফেড়ে দুভাগ হয়ে গেছে, ভুল,
কত ভাগ হয়ে গেছে হিসেব নেই, হিসেবের খাতাও
তো ওদের সিন্দুকে। জরাসন্ধরা মাতলামি ছাড়ো-
ফন্দিওয়ালা কেলেকে আরব সাগরের তীরে পাঠাও
শেষ বারের মতো
পঙ্কজ কুমার চ্যাটার্জি।
সুপ্রভাত।
🍂🌹