শাপগ্রস্ত জন্মভূমি
 
শিউলির পায়ে জড়ানো
সাদা নূপুর
পায়রার পাখা ঝাপটানিতে
উড়ে যেত।
দিঘির জলে
জারুল গাছের ছায়ায়
মিলিয়ে যেত
পল্লীবধূর কানাকানি।
আষাঢ় শ্রাবণের ধারায়
ভিজে যেত মাটির মেঘমল্লার
আর বালকের কাগজের নৌকো।
বোধনের সাথে ঢাকের মাতামাতি
ঢেউ খেলতো কাশফুলের মাথায়।
প্রাণের আকাশদীপ গরবী নক্ষত্রের
দিকে তৃপ্ত নয়নে চেয়ে থাকতো।
দুরন্ত নদীর বুক ভরে যেতো
যৌবনের তরঙ্গ-মূর্ছনায়।
 
মা তুই কেন কালো মেঘের
দেশে খেলতে গেলি?
ছিন্ন বসনে, জীর্ণ দেহে,
তোকে দেখে আজ
চোখ ঝাপসা হয়ে আসে।

পঙ্কজ কুমার চ্যাটার্জি।

সুপ্রভাত।
🌵🌾