রাতের পাখি
পুরনো রাজবাড়ির ছাদে
হাওয়ার উড়ে যাওয়া কেশদাম
সযত্নে বেঁধে নিলে।
এক লীলায়িত সুরভির ছোঁয়া
দু’হাত জানালার গরাদে
রেখেছিলাম কিছু চাওয়া।
কাল রাতে গাছের সব পাতা
ঝরে সবুজ ঘাসের উপর যৌবনের
আলপনা ঢেকে দিয়ে গেল।
ভোর রাতে তোমার দরজায়
ডেকেছিলাম, “সুরঞ্জনা!”
নূপুরের আওয়াজ মিলিয়ে গিয়েছিল।
ফেরার পথে দেখি কার্নিশের
পায়রাগুলো উড়ে গেল।
রাজবাড়ির ছাদে তোমাকে আর দেখিনি।
পঙ্কজ কুমার চ্যাটার্জি।
সুপ্রভাত।
🌾🌾