রাত যদি পালিয়ে যাও
 
কতদিন নিশ্চিন্তে ঘুমোইনি
রাত খালি পালিয়ে যায়।
 
আজ মাথার তলায়
রাতের বালিশ,
চেপে শুয়ে আছি।
 
আজও যদি পালিয়ে যাও
ভুলেও আসতে দেব না।
 
আগুনের উপর ঘুমোতে
আমরাও পারব,
ইউক্রেনবাসীর মত।

পঙ্কজ কুমার চ্যাটার্জি

সুপ্রভাত।
🌷🍂