জীবনের ফেরিওয়ালা
সাত গাঁ ঘুরে পথিক
এক জানালার সামনে।
যুবতী পুজোয় মগ্ন।
প্রণাম সেরে দীপ নিভিয়ে
পথিকের দিকে তাকিয়ে
বলে, “তুমি কোন ফুলের
মধু চাও।”
“জীবনের।”
“প্রতিদানে কি দেবে?”
গাঁয়ে গাঁয়ে মধু
ফেরি করে বেড়াবো।
পঙ্কজ কুমার চ্যাটার্জি।
সুপ্রভাত।
🌹🍂