জটিল বাস্তবের মুখোমুখি
বাস্তবতার জটিলতা আমাদের বিব্রত করে। তাই জীবনকে নিঙড়ে, তুবড়ে, ভেঙ্গেচুরে যে শিল্প হয় তা কল্প কাহিনীর কাছাকাছি। প্রকাশযোগ্য জীবনই সহজগম্য। তবু কেন মানুষ টিভি সিরিয়ালের অবাস্তব জীবনে অনুরক্ত?
শিল্প জীবনকে অনুকরণ করতে ব্যর্থ। শিল্প ক্যানভাসেই আটকে থাক।
শিল্পী খুশী, মডেলও খুশী।
পঙ্কজ কুমার চ্যাটার্জি।
সুপ্রভাত।
🦋🦋