একাকীত্ব
 
অশীতিপর লাহিড়িদা
এখনো বাঁশের মত সোজা
মনটা নয়, বিপত্নীক,
একমাত্র মেয়ে ডিভোর্সী, শিক্ষিকা
পাঁচজন পরিচারিকা
আধ, এক বা দুই ঘন্টা
মামুলি দুচার কথা
 
সোফায় বসে
ডায়েরিতে লিখে যায়-
মায়া, দুর্গা, মিনতি...
পরিচারিকাদের নাম
ঘুরিয়ে ফিরিয়ে রোজ।
এই ভাবে চলে ছায়া-কথোপকথন
কাটে একাকীত্ব
 
প্রাতরাশ ঢাকা পড়ে থাকে পাশের টেবিলে।

পঙ্কজ কুমার চ্যাটার্জি।

সুপ্রভাত।
🍂🦋