এবং দুই

সাধনা
 
মনের জঞ্জালগুলি
তরল স্বপ্নে মিশিয়ে
পাবে দ্রবণ।
 
জাল দিলে
তলায় জমবে
মনের স্বচ্ছ স্ফটিক।
 
চিত্তশুদ্ধির জন্য
এইটুকু সাধনা
করতেই হবে।
 
কাঁটাছেঁড়া
 
স্বপ্ন দেখানো আশাগুলি
গোলাপের কুঁড়ি ফুটে বেরোবে
কাঁটাতারের বেড়া
আমি টপকাচ্ছি।
 
কাঁটাছেঁড়া হাতেই তো
গোলাপের কাঁটা ভাঙতে হবে।

পঙ্কজ কুমার চ্যাটার্জি।

সুপ্রভাত।
🦋🍂