দুই ছক্কা
 
এক ধাঁধা
 
সপ্তাহ সাতে থামে,
মাস তিরিশে।
আদি-অন্তহীন সময়
বাধ্য হয়।
তাহলে মানুষ কেন
চেঙ্গিশ খান হয়?

লাঠি
 
দরোয়ান বা মাষ্টার মশাইয়ের
হাতে লাঠি, সবাই ঠান্ডা।
 
হাতে থাকলে কারোর
ট্রেনে বাসে আসন পাকা।
 
চুষিকাঠি মুখে দিয়েই তো  
এই জীবনের বোধন!

পঙ্কজ কুমার চ্যাটার্জি।

সুপ্রভাত।
🍂🍂